Quantcast
Channel: খেলাধুলা – CNANews24.Com

জয়-হৃদয় জুটিতে বাংলাদেশের সিরিজ জয়

$
0
0

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে সাইফ হাসানের দল জয় পেয়েছে ৮ উইকেটে। এর আগে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় যথাক্রমে ৪ উইকেটে ও ৬ উইকেটে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আয়ারল্যান্ডের দেয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

দলের পক্ষে মাহমুদুল হাসান জয় ৮০ রান করে ও তৌহিদ হৃদয় ৮৮ রান করে অপরাজিত থাকেন। দলীয় ১০ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর এই দুই ব্যাটসম্যান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৭৬ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন তারা। আয়ারল্যান্ডের বোলার পিটার চেজ ২টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ১৮২ রান করে অলআউট হয় সফরকারী আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মার্ক অ্যাডেয়ার। বাংলাদেশের পেসার সুমন খান ৩১ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া মুকিদুল ইসলাম ২টি, রাকিবুল হাসান ২টি ও সাইফ হাসান ২টি উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন সুমন খান।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৮ উইকেটে জয়ী বাংলাদেশ ইমার্জিং দল।

আয়ারল্যান্ড উলভস: ১৮২/১০ (৪৬.২ ওভার)

(অ্যাডেয়ার ৪০, প্রিটোরিয়াস ৩৫, হিউম ২৯*; সুমন ৪/৩১, রাকিবুল ২/৩৬, সাইফ ২/২৫, মুকিদুল ২/২৯)।

বাংলাদেশ ইমার্জিং টিম: ১৮২/২ (৪১.৩ ওভার)

(হৃদয় ৮৮*, জয় ৮০*; চেজ ২/২৯)।

ম্যাচসেরা: সুমন খান (বাংলাদেশ ইমার্জিং দল)।


বাংলাদেশকে পাত্তাই দিলো না নিউজিল্যান্ড

$
0
0
খেলাধুলা ডেস্ক: নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচ সুখকর হলো না টাইগারদের জন্য। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ডানেডিনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে ১৫ বল খেলেই আউট হন অধিনায়ক তামিম ইকবাল। কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে কাটা পড়ার আগে নিজের নামের পাশে ১৩ রান যোগ করেই বিদায় নেন তামিম। এরপর ব্যর্থ সৌম্য সরকারও। রানের খাতা খোলার আগেই বোল্টের ২য় শিকার তিনি। নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন দাসও। ৩৬ বলে খেলে ১৯ রান করে নিশামের বলে বিদায় এই মারকুটে ওপেনারের।
টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারেও অনেকটা একই চিত্র। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুরও ফ্লপ এদিন। নিশামের বলে ফেরার আগে করেন ২৩ রান। মোহাম্মদ মিথুনের বিদায় মাত্র ৯ রানে। দলীয় ৭২ রানেই নেই পাঁচ উইকেট। দলের ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে কিছুক্ষণ পরেই। মাত্র ১ রান করেই মিরাজের ড্রেসিং রুমে ফেরার দৃশ্য। এরপর ট্যালেন্ডারদের কাছ থেকেও আসেনি কোন বলার মত ইনিংস। মেহেদি হাসান ফিরে যান ১০ রান করে। মাঝখানে একটু ধরে খেলার চেষ্টা করেও আউট হন এদিন দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করা মাহমুদুল্লাহ।
টাইগারদের স্কোর ততক্ষণে অবশ্য একশো পার হয়ে গেছে। ১২৫ রানে আট উইকেটের পতন থেকে শেষ দুই উইকেটে যোগ হয় মাত্র ৬ রান। তাসকিন ১০ রান ও হাসান মাহমুদ ১ রান করে আউট হন। দু’জনই বোল্টের শিকারে পরিণত হন। সব মিলিয়ে ৪১.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০ উইকেট হারিয়ে ১৩১ রান।
কিউইদের পক্ষে বোল্ট ৪টি, নিশাম ২টি, স্যান্টনার ২টি ও ম্যাট হেনরি ১ উইকেট দখল করেন।
এরপর ১৩২ রান তাড়া করে ব্যাট করতে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। টি-টোয়েন্টি মেজাজে ঝড়ো ব্যাটিংয়ে ১৯ বলে ৩৮ রান করে আউট হন মার্টিন গাপটিল। তাকে উইকেটের পেছনে তার ক্যাচটি ধরেন মুশফিকুর রহিম। আর উইকেটটি পকেটে পুরেন তাসকিন আহমেদ।
এরপর ধীরে দেখেশুনে নিশ্চিন্তে ব্যাট করতে থাকেন হেনরি নিকোলস ও ওডিআই ডেব্যু হওয়া ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে এ দু’জন জড়ো করেন ৬৫ রান। তবে খেলা শেষ হওয়ার কিছুটা আগে উইকেট হারান কনওয়ে। হাসান মাহমুদের বলে মাহমুদুল্লাহের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে করেন ৫২ বলে ২৭ রান। ম্যাচে বাংলাদেশের বোলারদের ওই দুইটাই অর্জন। এরপর আর কোন উইকেটের পতন ঘটাতে পারেনি মুস্তাফিজরা।
১৭২ বল বাকি থাকতেই মাত্র ২১.২ ওভারেই ১৩২ রান করে কিউইরা। হেনরি নিকোলস ৪৯ রানে ও উইল ইয়ং ১১ রানে অপরাজিত থাকেন।
আগামী ২৩ মার্চ (মঙ্গলবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

টোকিও অলিম্পিকে থাকবে না বিদেশি দর্শক

$
0
0

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকে বিদেশি দর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ। আয়োজকরা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। করোনার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

করোনার জেরে অলিম্পিক এক বছর পিছিয়ে গেছে। গ্রীষ্ম অলিম্পিক এবার শুরু হবে জুলাইতে। মারণ ভাইরাসের হাত থেকে প্রতিযোগী ও স্থানীয় জনগণকে রক্ষা করতেই আয়োজক কমিটির তরফে এমন সিদ্ধান্ত।

জাপানের স্থানীয় সরকার, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক আয়োজক কমিটি, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি ও জাপান সরকার আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ বলেছেন, ‘‌অ্যাথলেটদের টিকা দেয়ার বিষয়টি সুনিশ্চিত করতে হবে।’‌

বিদেশি দর্শকদের অলিম্পিকে প্রবেশাধিকার নিষিদ্ধ হলেও স্থানীয়রা সবাই যে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন, এমনটা নয়। কারণ অলিম্পিক শুরুর আগে সমস্ত টোকিওবাসীকে টিকা দেওয়া সম্ভব হবে না। কারণ সেখানে টিকা দেয়ার কার্যক্রম চলছে ধীর গতিতে। আর টিকা না নিয়ে কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।

তবে, এই মুহূর্তে আয়োজকদের সবচেয়ে বড় মাথাব্যথা দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়া। স্থানীয়দের মধ্যে টিকিট বিতরণ শুরু হলেও বিদেশি দর্শকদের টিকিটের দাম ফেরত নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে।

আজ শুরু বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ

$
0
0
খেলাধুলা ডেস্ক: মুজিববর্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব আয়োজনই করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নামে। ঢাকা প্রিমিয়ার লিগ ও টি-টুয়েন্টি কাপের পর জাতীয় ক্রিকেট লিগের নামকরণেও আছেন জাতির জনক।
করোনাভাইরাস বিরতির পর মাঠে ফিরতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই লিগ। আজ সোমবার দেশের চারটি ভেন্যুতে শুরু হবে প্রথম শ্রেণির ক্রিকেটের ২২তম আসর।
এক রাউন্ড হওয়ার পর করোনার থাবায় স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে। ৫ মে টি-টুয়েন্টি সংস্করণে নতুন করে শুরু হবে লিগ।
করোনা বিরতির পর জাতীয় লিগই প্রথম নিয়মিত ঘরোয়া আসর। এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ হলেও তা ছিল খেলোয়াড়দের সুরক্ষা বলয়ে রেখে ক্রিকেট মাঠে ফেরানোর একেকটি ধাপ। এবার চার দিনের ম্যাচের লড়াইয়ে নামার সুযোগ পাচ্ছেন একশর বেশি ক্রিকেটার।
প্রথম রাউন্ড (২২-২৫ মার্চ)
খুলনা বনাম সিলেট (ভেন্যু: খুলনা)
ঢাকা বনাম রংপুর (ভেন্যু: বিকেএসপি)
রাজশাহী বনাম চট্টগ্রাম (ভেন্যু: রাজশাহী)
ঢাকা মেট্রো বনাম বরিশাল (ভেন্যু: বরিশাল)

আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল: তামিম

$
0
0

ক্রীড়া ডেস্ক : কথায় আছে ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ মিসের খেসারত ম্যাচ হেরেই দিতে হয়েছে বাংলাদেশকে। এতে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ক্রাইস্টচার্চে এদিন ম্যাচটি ৫ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজটি এক ম্যাচ হাতে থাকতেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এদিন প্রথমে ব্যাট করে ২৭১ রান করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৫৩ রান হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর মাত্র ৮ বলের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুইটি ক্যাচ মিসের কারণেই মূলত ম্যাচটি তামিমদের হাত থেকে বেরিয়ে যায়।

৩৬তম ওভারে তাসকিন আহমেদের বলে জিমি নিশামের সহজ ক্যাচ মিস করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। পরের ওভারে শেখ মেহেদী হাসান টম লাথামের একটি রিটার্ন ক্যাচ মিস করেন। ওই সময় ১৩.৩ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৯১ রান।

এদিন ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ম্যাচে ক্যাচ মিসের মহড়া না হলে ফলাফল উল্টা হতে পারতো।

তামিম ইকবাল বলেছেন, ‘আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছিল। আমরা সেটি নিতে পারিনি। এমন সুযোগ এলে শতভাগ কাজে লাগাতে হবে। আজ খুবই হতাশ। ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছে। আজকের উইকেটটি ভিন্ন ছিল, কিছুটা স্লো ছিল। ২৭১ ভালো স্কোর ছিল। যখন সুযোগ এসেছে আমরা কাজে লাগাতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘মিথুন দারুণ ব্যাট করেছে। মুশফিকও ভালো ব্যাট করেছে। ম্যাচটিতে আমরা উন্নতি করেছি। তবে, আমরা এখন শুধু উন্নতি করতে চাই না, ম্যাচ জিততে চাই।’

তামিম বলেন, ‘কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না। সবার ক্ষেত্রেই এমনটি ঘটে। সামনে যখন সুযোগ আসবে তা আমাদের দুই হাত দিয়ে গ্রহণ করতে হবে। ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচে আমাদের ইতিবাচক থাকতে হবে। প্রতিপক্ষকে আবার নাড়া দিতে হবে।’

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

$
0
0

ক্রীড়া ডেস্ক :  নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলেন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটায়।

গত রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছিল ৬৬ রানে। সুতরাং, সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট, অ্যাডাম মিলনে।

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

$
0
0
খেলাধুলা ডেস্ক: ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবার ক্রিকেটের মর্যাদাপূর্ণ ফরম্যাট আইসিসির টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আইসিসির স্থায়ী সদস্য হিসেবে লাল-সবুজের পর এবার সাদা পোশাকে দর্শক মাতাবে লাল সবুজের ক্রিকেট কন্যারা। বাংলাদেশের পাশাপাশি একই স্ট্যাটাস পাচ্ছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলও। আইসিসির সর্বশেষ বোর্ড এবং কমিটির সভায় এসেছে এই সিদ্ধান্ত।
এখন পর্যন্ত ১০ নারী দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে। এবার পূর্ণাঙ্গ দল হিসেবে বাংলাদেশ নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের পাশাপাশি টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকেও। শুধু তাই নয় ২০২২ সালে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের টি-টোয়েন্টি ম্যাচগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দিয়েছে আইসিসি।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮টি ম্যাচ খেলেছে উইমেনস এশিয়া কাপের চ্যাম্পিয়নরা। জিতেছে ৯টিতে, হারের মুখ দেখেছে ২৭ ম্যাচে। টি-টোয়েন্টি খেলা হয়েছে এর চেয়ে একটু বেশি। ৭৫ ম্যাচে ২৭টিতে জয় বাংলাদেশের, হার ৪৮টিতে। সাদা পোশাকে কেমন খেলবে বাংলাদেশের নারী ক্রিকেট দল সেটা সময়েই বলে দিবে।
আক্ষেপ ঘুচল টেস্ট স্ট্যাটাস পাওয়ার। এবার সাদা পোশাকে কবে থেকে সালমাদের মাঠে দেখা যাবে, সেই অপেক্ষাতেই গোটা দেশ।

তসলিমা নাসরিনকে কড়া জবাব দিলেন মঈনের বাবা

$
0
0

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট না খেললে নিশ্চিতই সিরিয়ায় আইএস যোদ্ধা হিসেবে যোগ দিতেন ইংলিশ ক্রিকেট তারকা মঈন আলি- সম্প্রতি এমন মন্তব্যে সমালোচনায় ভাসছেন বিতর্কিত লেখক তসলিমা নাসরিন। এবার তার এই মন্তব্যের কড়া জবাবই দিয়েছেন মঈন আলির বাবা।

মদ প্রস্তুতকারক কোনো প্রতিষ্ঠানের লোগো নিজের জার্সিতে ব্যবহার করেন না মইন। তার এবারের আইপিএল দল চেন্নাই সুপার কিংসের জার্সিতে আছে তেমন একটি লোগো। ভারতীয় গণমাধ্যমের খবর, ওই প্রতিষ্ঠানের লোগো নিজের জার্সিতে না রাখার অনুরোধ করেছেন তিনি।

আর এতেই গা ব্যথা তসলিমা নাসরিনের। হুট করে টুইট করে বসেছেন, ‘মঈন আলি ক্রিকেটে না আসলে, নিশ্চিতই সিরিয়ায় আইএস যোদ্ধা হিসেবে যোগ দিতেন।’

তসলিমার এই টুইটে ইংল্যান্ড ক্রিকেটে রীতিমত তোলপাড়। তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এবার এই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন মঈন আলির বাবা মুনির আলিও।

ভারতের প্রথম সারির একটি গণমাধ্যমে মুনির জানান, তসলিমার এমন জঘন্য মন্তব্য শুনে তিনি রীতিমত হতবাক এবং ক্ষুব্ধ। মঈন আলির বাবা তবু বাজে ভাষায় আক্রমণ করতে রাজি নন। কখনও দেখা হলে তসলিমাকে মুখের ওপরই জবাব দেবেন জানিয়েছেন তিনি।

মঈনের সমর্থনে এগিয়ে এসে তসলিমার প্রতি নিন্দায় সরব হন ইংল্যান্ড ক্রিকেটে তার সতীর্থ জোফরা আর্চার, স্যাম বিলিংস, সাকিব মাহমুদরা। শুধু ইংলিশ ক্রিকেটাররা নন, ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করা তসলিমার এই টুইটের সমালোচনা করেছেন অনেকে। পরে অবশ্য টুইটটি মুছে দেওয়া হয়েছে। এই লেখিকা মঙ্গলবার দেন আগের টুইটের ব্যাখ্যা।

“নিন্দুকেরা ভালো করেই জানে, মইন আলিকে নিয়ে আমার টুইটটি ছিল ব্যঙ্গাত্মক। কিন্তু আমাকে হেনস্তা করার জন্য এটাকে ইস্যু বানানো হয়েছে। কারণ, আমি চেষ্টা করি মুসলিম সমাজকে ধর্ম নিরপেক্ষ করতে এবং আমি ইসলামি ধর্মান্ধতার বিরোধী। মানবজাতির অন্যতম দুর্ভাগ্য হলো, নারীবাদী বামপন্থিরাও নারীবিদ্বেষী ইসলামিস্টদের সমর্থন করে।”


শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে তিন নতুন মুখ

$
0
0

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। দলে জায়গা পেয়েছেন নতুন তিন পেসার। এছাড়া পাঁচ বছর পর জায়গা ফিরে পেয়েছেন টাইগার অলরাউন্ডার শুভাগত হোম। আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে থাকা হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও সৌম্য সরকার নেই শ্রীলঙ্কা সফরের দলে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এই দুই ম্যাচকে সামনে রেখেই বিসিবির এই দল ঘোষণা।

আগের সিরিজ খেলা হাসান মাহমুদ বাদ পড়েছেন ইনজুরির কারণে। আর আইপিএলে অংশ নেয়ার কারণে সাকিব লঙ্কানদের বিপক্ষে থাকবেন না সেটা জানা কথা। এদিকে দলে জায়গা হয়নি বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকারের।

দলে জায়গা পাওয়া তিনজনই পেসার। এরা হলেন মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম এবং শহীদুল ইসলাম। তিন অনভিষিক্ত পেসারকে দলে নেয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘তারা (শরিফুল, মুকিদুল ও শহীদুল) আমাদের এইচপির খেলোয়াড় এবং যেখানেই খেলেছে ভালো করেছে। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে মুকিদুল ও শহীদুল বিশেষ নজর কেড়েছে। তারাই আমাদের টেস্টের ভবিষ্যত। বয়সও তাদের পক্ষেই আছে।’

সাকিব আল হাসান না থাকায় কপাল খুলেছে শুভাগত হোমের। সাকিবের জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি।

বাংলাদেশের প্রাথমিক দল :

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ল টাইগাররা

$
0
0

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট চ্যাম্পিয়নইশপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই উদ্দেশ্যে আজ(সোমবার) দুপুর সাড়ে ১২টায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ।

এই সফরে ২১ সদস্যের প্রাথমিক দলের ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন আরো ২০ জন কোচিং স্টাফ ও বিসিবি অফিসিয়াল। অর্থাৎ মোট ৪১ জন সদস্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।

বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে আজ বেলা সাড়ে ১২টায় কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। প্রায় তিন ঘণ্টা যাত্রা শেষে কলম্বো পৌঁছাবে দল। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে নিগোম্বোতে। যেখানে তিনদিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন করতে হবে সবাইকে।

মুমিনুলদের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৫ ও ১৬ এপ্রিল অনুশীলন করবে বাংলাদেশ দল। পরেরদিন শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের মধ্যে এই ম্যাচটিতে অংশ নেবেন। এরপর ১৯ ও ২০ এপ্রিল দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম ম্যাচটি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। তিন দিনের বিরতির পর ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কা-বাংলাদেশ একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

উল্লেখ্য, আসন্ন এই সিরিজকে সামনে রেখে ২১ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। আইপিএল খেলতে যাওয়ায় সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকা সৌম্য সরকার এবার জায়গা পাননি। আর ইনজুরিতে থাকায় বাদ পড়েছেন হাসান মাহমুদ।

এদিকে ২১ সদস্যের দলে নতুন তিনজন জায়গা পেয়েছেন। এরা হলেন মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম এবং শহীদুল ইসলাম। আর দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে ফিরেছেন শুভাগত হোম।

২১ সদস্যের বাংলাদেশের স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।





Latest Images