Quantcast
Channel: খেলাধুলা – CNANews24.Com
Viewing all 924 articles
Browse latest View live

‘বিসিবির কি ধারণা সংবিধান বৈধ?’

$
0
0

 সিএনএ নিউজ,ডেস্ক : : সংবাদ সম্মেলন কক্ষে বড় করে লেখা, ‘বাংলাদেশ ক্রিকেট প্রশাসন- কোন পথে?’ আলোচক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) ঘনিয়ে আসায় গত কিছুদিন ধরেই লাইমলাইটে সাবের হোসেন। রাত পোহালেই চার বছর পর ক্রিকেট বোর্ডের বহুকাঙ্ক্ষিত এজিএম-ইজিএম। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বিত্তশালী নিয়ন্ত্রক সংস্থার এজিএম এবং ইজিএম নিয়ে সরগরম ক্রীড়াঙ্গন। জানা গেছে, ২০১২ সালের গঠনতন্ত্র বাদ দিয়ে নতুন করে ‘সংশোধিত গঠনতন্ত্র’ তৈরি করেছে বিসিবি। সোমবারের এজিএমে আলোচনার ভিত্তিতে ‘সংশোধিত গঠনতন্ত্র-২০১৭’ পাস করা হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

ক্রিকেট বোর্ড যখন ‘উৎসবের’ অপেক্ষায় ঠিক তখনই সংবাদ সম্মেলন ডাকলেন সাবের হোসেন চৌধুরী। আলোচনার বিষয়বস্তু ‘ক্রিকেট প্রশাসন’।

দীর্ঘক্ষণ ক্রিকেট প্রশাসন নিয়ে বিভিন্ন আলোচনা করলেও দুটি ইস্যু বড় আকার ধারণ করেছে। প্রথমটি ছিল, বিসিবি কি সরকারের থেকে আলাদাভাবে কাজ করতে চায় কি না?  দ্বিতীয়টি ছিল, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটি যে সংবিধানের অধীনে নির্বাচিত হয়েছিল তা বৈধ ছিল নাকি ছিল না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ২৬ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

আবারও বোর্ড বৈধ নাকি অবৈধ সেই প্রশ্ন তুলে সাবের হোসেন চৌধুরী আজ বলেন, ‘এখন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজমেন্ট বহাল রাখল এবং সেই হাইকোর্টের জাজমেন্টে কী ছিল? হাইকোর্টের জাজমেন্টে কিন্তু কোন গঠনতন্ত্রে নির্বাচন হবে এটা নিয়ে কোনো কিছু ছিল না। ছিল, এনএসসি সংশোধনী যে গঠনতন্ত্র অনুমোদন করল বা এনএসসি যে সংশোধনী দিল সেটি বৈধ নয়! সেটিই কিন্তু ছিল রিটের মূল বিষয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টে আপহেল্ড করা হলো।’

‘এখন যে গঠনতন্ত্রকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দুজনই এটার কোনো বৈধতা নেই। সেটার অধীনে যদি কোনো প্রক্রিয়া হয়, সেটার বৈধতা নিয়ে প্রশ্ন আসতেই পারে। আমি একটি চিঠিতে  জানিয়েছি। ওই চিঠিতে আমি আমার কোনো অধিকারের কথা বলিনি। আমি বলেছি, আমার নামটা ওখান (কাউন্সিলর তালিকা) থেকে সরিয়ে নিতে। কেননা, এই জাজমেন্টের আলোকে আমি আর কাউন্সিলর থাকতে পারি না। যদি বলা হয় গঠনতন্ত্র অবৈধ তখন? যে কাজগুলো হয় তার কিন্তু বৈধতা থাকতে হবে’ যোগ করেন সাবের।

তবে হাইকোর্ট বিসিবির এজিএম-ইজিম করতে কোনো বাধা দেয়নি। তবে এজিএম-ইজিএমের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন সাবের। তার ভাষ্য, ‘এজিএম তিন বছর পর কেন আয়োজন করতে হবে। নির্বাচনের পরপরই এটা আয়োজন করা যেত। এখন তারা এজিএম করছে, কারণ শেষ সময়ে চাপের মধ্যে থেকে এটা করে ফেলতে চাচ্ছে। তারা আমাকে কাউন্সিলর হিসেবে যাওয়ার জন্য আবেদন করেছে।কিন্তু আমি বিসিবিকে জানিয়েছে, যেহেতু কোর্ট জানিয়েছে বর্তমান কমিটি অবৈধ, তাই আমিও কাউন্সিলর হিসেবে বৈধ নই।’

বিসিবির কার্যক্রম নিয়ে প্রশ্ন, বিতর্কের কথা বললেও ক্রিকেটে সাফল্যের জন্য বোর্ডকে ধন্যবাদ দিতে ভুল করেননি। ক্রিকেট আরো ভালোভাবে পরিচালনার জন্য প্রয়োজন সুশাসন। তাই মাঠের পারফরম্যান্সের বাইরে ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদের অফ দ্য ফিল্ড পারফরম্যান্সও আপ টু মার্ক চান বিসিবির প্রাক্তন সভাপতি।

২০১৩ সালে প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন। আগামী ১৩ অক্টোবর শেষ হয়ে যাবে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটির মেয়াদ।

এদিকে সাবের হোসেনের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি বিসিবির কোনো পরিচালক। তবে এজিএম নিয়ে বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম বলেছে,‘জাতীয় ক্রীড়া পরিষদের শুধু এখতিয়ার আছে গঠনতন্ত্রের পরিবর্তন হলে সেটা অনুমোদন কিংবা প্রত্যাখ্যান করার। আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারদের সঙ্গে কথা বলে যেসব জায়গায় পরিবর্তনের প্রয়োজন সেসব জায়গায় পরিবর্তন আনছি। এজিএমের মাধ্যমে সেগুলো পাশ করবে বিসিবি। এজন্য বিসিবির এজিএম বেশ গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) হবে সোমবার। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সকাল ১১টায় শুরু হবে এজিএম। দুপুর ১টায় শুরু হবে ইজিএম।


লজ্জার রেকর্ডে বাংলাদেশের বড় হার

$
0
0

ক্রীড়া প্রতিবেদক : পচেফস্ট্রুম টেস্টের শেষ দিনে ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড় ঘণ্টায় গুটিয়ে গেছে বাংলাদেশ। ৩৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ৯০ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বনিম্ন রান। ২০০৩ সালে ঢাকায় ১০২ ছিল আগের সর্বনিম্ন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ ডিক্লে. ও দ্বিতীয় ইনিংস: ২৪৭/৬ ডিক্লে.

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২০ ও দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪২৪) ৯০ (ইমরুল ৩২, মুশফিক ১৬, মিরাজ ১৫*; মহারাজ ২৫/৪, রাবাদা ৩/৩৩, মরকেল ২/১৯)।

মুস্তাফিজের বিদায়ে শেষ
মুস্তাফিজুর রহমানকে নিজের ফিরতি ক্যাচ বানিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন কেশব মহারাজ। ৪২৪ রান তাড়ায় বাংলাদেশ অলআউট হয়েছে ৯০ রানে।

রান আউট শফিউল 
অযাচিত তিন রান নিতে গিয়ে রান আউট হয়েছেন শফিউল ইসলাম। তার বিদায়ে বাংলাদেশ হারিয়েছে নবম উইকেট। এগিয়ে গেছে হারের দ্বারপ্রান্তে।

এবার ফিরলেন তাসকিন
বাংলাদেশের ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে যোগ দিয়েছেন এবার তাসকিন আহমেদ। কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হয়েছেন তাসকিন। বাংলাদেশের সংগ্রহ তখন ৮ উইকেটে ৭১।

১২ রানে নেই ৪ উইকেট
শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন পথটা কঠিনতর করে ফেলেছে বাংলাদেশ। মাত্র ১২ রানের মধ্যেই হারিয়েছে ৪ উইকেট! যার সবশেষ শিকার সাব্বির রহমান। স্পিনার মহারাজের বলে এলবিডব্লিউ হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। একটা পর্যায়ে ৩ উইকেটে ৫৫ থেকে দ্রুতই বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেটে ৬৭!

রাবাদার তৃতীয় শিকার লিটন 
শেষ দিনে নিজের প্রথম চার ওভারের মধ্যে ৩ উইকেট নিয়েছেন রাবাদা। তার তৃতীয় শিকার লিটন দাস হয়েছেন এলবিডব্লিউ (৪)। বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেটে ৬৭।

শুরুতেই জোড়া ধাক্কা
শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দিনে রাবাদার প্রথম তিন ওভারের মধ্যেই ফিরে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। খেলবেন নাকি ছেড়ে দেবেন- এমন দোটানায় পড়ে মাহমুদউল্লাহ বোল্ড হয়েছেন ৯ রান করে।

পারলেন না মুশফিক
চতুর্থ দিনে মরকেলের বলে বোল্ড হয়েও মুশফিকুর রহিম বেঁচে গিয়েছিলেন নো বলের কল্যাণে। শেষ দিনে ম্যাচ বাঁচাতে তার ওপর ছিল বড় দায়িত্ব। কিন্তু অধিনায়ক ফিরলেন দিনের শুরুতেই। পারলেন না সুযোগ কাজে লাগাতে। দিনের তৃতীয় ওভারে রাবাদার বলে স্লিপে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। আগের দিনের ১৬ রানেই থেমেছে তার ইনিংস। তখন ৫৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে দল। মাহমুদউল্লাহর সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন লিটন দাস।

বাংলাদেশের ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ

পচেফস্ট্রুম টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪২৪ রানের লক্ষ্যে বাংলাদেশ চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ৪৯ রান নিয়ে। মুশফিকুর রহিম অপরাজিত ১৬ রানে। সোমবার শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের চাই আরো ৩৭৫ রান। আর ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো দিন।

চতুর্থ দিনের শেষ সেশন চলে যায় বৃষ্টির পেটে। ক্ষতি পুষিয়ে নিতে শেষ দিনে চেষ্টা করা হবে ৯৮ ওভার খেলার। তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর, চতুর্থ দিন সাইড স্ট্রেইনের চোট নিয়ে মাঠ ছাড়া মরনে মরকেল শেষ দিনে বোলিং করতে পারবেন না। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই তামিম ইকবাল ও মুমিনুল হককে ফিরিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন প্রোটিয়া পেসার।

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৯/৩ (মুশফিক ১৬*; ইমরুল ৩২, মরকেল ২/১৯)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৪৭/৬ ডিক্লে.

বাংলাদেশ প্রথম ইনিংস:  ৩২০

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ ডিক্লে.।

জাতির কাছে মুশফিকের ক্ষমা প্রার্থনা

$
0
0

সিএনএ নিউজ,ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে পচেফস্ট্রুম টেস্টে ৩৩৩ রানের বিশাল হারের পর লজ্জিত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। স্বাগতিক দেওয়া ৪২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানে অলআউট হয়েছে। ম্যাচ শেষে এমন পারফরম্যান্সের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

মুশফিক বলেছেন, ‘সর্বশেষ বাংলাদেশ এমন ব্যাটিং করেছে কবে, ভুলেই গিয়েছি! খুবই খারাপ লাগছে। অনেকভাবে হারা যায়। আমাদের অন্তত দুই সেশন খেলার সামর্থ্য ছিল। আরেকটি সুযোগ আছে পরের টেস্টে। দুর্দান্তভাবে এগোতে হবে। না হলে এমন লজ্জা ছাড়া আর কিছুই নিয়ে ফিরতে পারব না।’

আগামী ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করা মুশফিক আরো বলেছেন, ‘এখনো মনে করি, ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো ছিল। ব্যাটসম্যানরা তাদের দক্ষতা দেখাতে পারেননি। অধিনায়ক হিসেবে আমি খুবই হতাশ, ভীষণ খারাপ লাগছে। অন্তত লড়াই তো করতে পারতাম। ক্ষমা চাইছি জাতির কাছে। আমাদের পরের টেস্টে ভালো করা দরকার। আশা করি, পরের টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে পারব আমরা।’

প্রসঙ্গত, সর্বশেষ টেস্ট ম্যাচে কোনো একটি ইনিংসে একশ’ রানে নীচে বাংলাদেশ অলআউট হয়েছিল ২০০৭ সালে। এই দশ বছরে বাংলাদেশের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। কিন্তু পচেফস্ট্রুম টেস্টে সেই উন্নতির দেখা পাওয়া গেল না। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে যে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ, প্রতিটি হেরেছে ইনিংস ব্যবধানে। কিন্তু এবারই প্রথম প্রোটিয়াদের মাটিতে কোনো ইনিংসে একশ’ রানের নীচে অলআউট হওয়ার লজ্জা যোগ হয়েছে বাংলাদেশের নামের সঙ্গে।

শারজাহতে ১০ ওভারের টুর্নামেন্টে খেলবেন সাকিব

$
0
0

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটের যাত্রা শুরু টেস্ট ক্রিকেট দিয়ে। ব্যাট-বলের এ লড়াই দিনকে দিন ছোট হয়ে আসছে। ‘টাইমলেস’ ক্রিকেটের পর এসেছে ছয় দিনের টেস্ট। এরপর টেস্ট ক্রিকেট হলো পাঁচ দিনের।

এরপর ৫০ ওভারের একদিনের ম্যাচ। ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

পরবর্তীতে এল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলল প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টেস্ট ক্রিকেটকে হুমকির মুখে ফেলেছে টি-টোয়েন্টি- এমন সমালোচনা হয় মাঝেমধ্যেই।

এবার টি-টোয়েন্টিকেই হুমকি দিতে আসছে ১০ ওভারের ক্রিকেট! সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে নতুন ক্রিকেট লিগ। দুই দলের ২০ ওভারের ম্যাচ শেষ হবে ৯০ মিনিটে। ২১ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে। চারদিনের টুর্নামেন্ট শেষ হবে ২৫ ডিসেম্বর।

১০ ওভারের টুর্নামেন্টে ক্রিস গেইল, বিরেন্দর শেবাগ, এউইন মরগান, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদির মতো তারকারা খেলবেন। খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। ৭ দলের এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টেন ক্রিকেটের আয়োজক সালমান ইকবাল জানান, প্রত্যেকেই রাস্তায় টি-টেন ক্রিকেট খেলেছে। এবার আমরা এটা মাঠে নিয়ে আসছি। আশা করছি প্রত্যেকেই টুর্নামেন্টটি উপভোগ করবে।’

এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি, `আমাকে যখন তাঁদের পরিকল্পনা শুনলাম তখন থেকেই আমি রোমাঞ্চিত। আমি তাদেরকে আমাকে দলভুক্ত করতে অনুরোধ করি।’

ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক এউইন মরগান বলেছেন, ‘তাদের পুরো পরিকল্পনাটাই দারুণ। আমরা প্রত্যেকেই টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। আমরা প্রতেক্যেই অবগত টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের অন্যান্য ফরম্যাটের খেলায় কতটুকু প্রভাব ফেলছে। আমি নিশ্চিত টি-টেন ক্রিকেটের পরিকল্পনা যদি ভালো রূপ পায় তাহলে এটা বড় আকার ধারণ করবে।’

উইকেট দেখে খুশি হন না মুস্তাফিজ

$
0
0

ক্রীড়া প্রতিবেদক : পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কের নিষ্প্রাণ উইকেটে বোলারদের জন্য ছিল না কিছুই। তবে ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াং ওভালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে উইকেট থেকে ফাস্ট বোলাররা সহায়তা পাবেন। মাঙ্গুয়াং ওভালের গ্রাউন্ডসম্যান নিকো প্রিটোরিয়াসও সেটাই বলেছেন, ‘এখানকার পিচ থেকে ফাস্ট বোলাররা অবশ্যই কিছু পাবে।’ ফাস্ট বোলারদের জন্য এটা সুখরই বটে। কিন্তু বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান জানালেন, উইকেট নিয়ে তার কিছুই যায় আসে না!

প্রথম টেস্টে পচেফস্ট্রুমের উইকেটে যথেষ্ট বাউন্স না থাকায় এ নিয়ে ম্যাচ শেষে হতাশার কথা জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। ব্লুমফন্টেইনে দলের শক্তি অনুযায়ী গতিময় আর বাউন্সি উইকেট চেয়েছেন স্বাগতিক অধিনায়ক। তার চাওয়া অনুযায়ীই যে উইকেট হচ্ছে, সেটা মাঙ্গুয়াং ওভালের গ্রাউন্ডসম্যান প্রিটোরিয়াসের ওই কথাতেই স্পষ্ট। বুধবার মুস্তাফিজ জানালেন, উইকেট দেখে খুশি হন না তিনি।

উইকেট নয়, কীভাবে ভালো বোলিং করা যায় সেটা নিয়েই শুধু ভাবেন মুস্তাফিজ, ‘উইকেট সেভাবে দেখিনি। পাশ দিয়ে গেছি। গত ম্যাচের উইকেটের চেয়ে এটা অনেক ভালো। আমি উইকেট দেখে খুশি হই না। বল অনেক দ্রুত যাবে, তার জন্য যে আমি খুশি এমন না। আমি খেললে আমার কাজ হলো, আমি কীভাবে ভালো করব। আমি ভালো করলে আমার দলের উপকার হবে।’

ভালো বোলিং করতে পারলে যেকোনো উইকেটই ভালো বলে মনে করেন বাঁহাতি এই পেসার, ‘কী করলে দলের আরো ভালো হবে, সেই চেষ্টা থাকবে। ভালো বোলিং করতে পারলে যেকোনো উইকেটই ভালো।’

মুস্তাফিজ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩০ রানে ২ উইকেট। ম্যাচে যা বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং। প্রথম টেস্টে নিজের বোলিং নিয়ে মুস্তাফিজ বললেন, ‘আমরা ওদের মতো অত জোরে, ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করি না। তাই প্রথম টেস্টে চেষ্টা করেছিলাম, আমার যে বৈচিত্র্য আছে, পাশ পাল্টানো, আমার কাটার এগুলো করার জন্য। এর জন্য হয়তো ভালো হয়েছে।’

পিএসএলে সাকিব-মাহমুদউল্লাহকে ‘ধরে রেখেছে’ ফ্র্যাঞ্চাইজি

$
0
0

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসরেও দেখা যাবে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশের এ দুই ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো পরবর্তী আসরের জন্য ‘ধরে রেখেছে’।

সাকিব আল হাসান গত বছর পিএসএল খেলেছিলেন পেশোওয়ার জালমির হয়ে। পেশোওয়ার জালমিতে খেলেছিলেন তামিম ইকবালও। ৫ ম্যাচে তামিম করেছিলেন ৯৪ রান। তবে বাঁহাতি এ হার্ডহিটারকে পরবর্তী আসরের জন্য ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তামিম ইকবাল থাকবেন প্লেয়ার ড্রাফটে। সাকিবের সঙ্গে আছেন ক্রিস জর্ডান ও ড্যারেন স্যামি। দলে নেই স্যাম বিলিংস ও উইয়ন মরগানও। পিএসএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান গত আসরে ৫ ম্যাচে ৫৪ রান ও ৫ উইকেট নিয়েছিলেন।

পিএসএলের সবশেষ আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিদেশি কোনো লিগে সেবারই ছিল মাহমুদউল্লাহর প্রথম অংশগ্রহণ। কোয়েটার জার্সিতে প্রথমেই বাজিমাত করেন মাহমুদউল্লাহ। তাই পরবর্তী আসরের জন্য মাহমুদউল্লাহকে ধরে রেখেছে দলটি। মাহমুদউল্লাহকে ধরে রাখতে বাড়তি অর্থও গুনতে হচ্ছে কোয়েটাকে। গোল্ড ক্যাটাগরি থেকে মাহমুদউল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে ডায়মন্ড ক্যাটাগরিতে।সাকিবের মতো মাহমুদউল্লাহও পাবেন ৮০ হাজার ডলার।  মাহমুদউল্লাহ বাদে এ দলটি রেখে দিয়েছে কেভিন পিটারসেন ও রাইলি রুশোকে। গত আসরে মাহমুদউল্লাহ ৩ ইনিংসে ৩৭ রান ও বল হাতে ৭ উইকেট নিয়েছিলেন।

প্রসঙ্গত এদিকে ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও কুমার সাঙ্গাকারাকে ছেড়ে দিয়েছে করাচি কিংস। এবারের পিএসএলে নতুন দল হিসেবে যুক্ত হতে যাচ্ছে মুলতান সুলতানস। আগামী ১০ অক্টোবর ফ্র্যাঞ্চাইজিটি নতুন খেলোয়াড় দলভুক্ত করবে।

মাশরাফি-সাকিব-নাসির দ. আফ্রিকা যাচ্ছেন আজ

$
0
0

ক্রীড়া প্রতিবেদক : অবসাদ কাটাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান। ক্যারিয়ার দীর্ঘায়িত করতেই বিসিবির থেকে সাময়িক ছুটি নিয়েছিলেন। বিশ্রাম শেষ, এবার ফেরার পালা। রঙিন পোশাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ওয়ানে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আজ সকালে দক্ষিণ আফ্রিকার বিমান ধরছেন সাকিব।

ফ্লাই এমিরেটসের সকাল ১০টা ১৫ মিনিটের বিমানে প্রথমে দুবাই যাবেন তারা। এরপর দুবাই থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছাবেন। ৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র। মাশরাফি ও সাকিবের সঙ্গী হচ্ছেন নাসির হোসেন ও সাইফউদ্দিন।

ব্লুমফন্টেইন টেস্ট শেষে দেশের বিমান ধরবেন শফিউল ইসলাম, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে অনুশীলনে নেমে পড়বেন ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। মূল ম্যাচে মাঠে নামার আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্ততি ম্যাচ খেলার সুযোগ পাবে ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। ১২ অক্টোবর হবে ম্যাচটি। ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে ১৮ ও ২২ অক্টোবর।

 

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ওয়ানডে সিরিজ খেলে ২৩ অক্টোবর দেশে ফিরে আসবেন মাশরাফি। ২৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচ দিয়ে সাকিব আল হাসান আবারও বাংলাদেশ দলের অধিনায়কত্বে ফিরছেন। ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ অক্টোবর শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ৬টিতেই হেরেছে। ২০০৮ সালে দুই দলের সবশেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টিতেও একই চিত্র। ২ ম্যাচের ২টিতেই হেরেছে বাংলাদেশ। দেশের বাইরে দক্ষিণ আফ্রিকাকে শুধু একবারই ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে ৬৭ রানে প্রোটিয়াদের হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এবার মাশরাফির হাত ধরে বিজয়ের কেতন ওড়ানোর পালা!

বৃষ্টির আগে ইফতেখারের ৫ উইকেট

$
0
0

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ।

শনিবার দ্বিতীয় দিনের খেলায় ঢাকা মেট্রোর ইনিংস একাই গুড়িয়ে দিয়েছেন স্পিনার ইফতেখার সাজ্জাদ রনি। ৯ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর সংগ্রহ ৩৬৯ রান। বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির আগেই ৫ উইকেট নিয়েছেন ইফতেখার।

ডানহাতি স্পিনার ৯১ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সি এ ক্রিকেটার।

ইফতেখার ঘূর্ণিতে একে একে আউট হয়েছেন সৈকত আলী (৪৮), মার্শাল আইয়ুব (১), মেহরাব হোসেন জুনিয়র (৯৪), জাবিদ হোসেন (২৯), নিহাদ উজ জামান (৩)।

৯৪ রান করা মেহরাব হোসেন জুনিয়রকে দ্বিতীয় দিনের সকালের সেশনে আউট করেন ইফতেখার। বাঁহাতি ব্যাটসম্যান ইফতেখারের ঘূর্ণিতে বোল্ড হন। আগের দিন ৫৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আশরাফুল। শনিবার দ্বিতীয় দিন মাত্র ১২ রান যোগ করে বেলালের বলে আউট হন আশরাফুল।


১৪৭ রানে অলআউট, ফলোঅনে বাংলাদেশ

$
0
0

স্পোর্টস ডেস্ক :লিটন দাস একাই যা একটু লড়লেন। বাকি ব্যাটসম্যানরা কেউই তাকে সঙ্গ দিতে পারলেন না। ব্লমফন্টেইনে লিটনের লড়াকু ৭০ রানের পরও তাই বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেল ১৪৭ রানে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪২৬ রানে এগিয়ে থেকে ফলোঅনে পাঠিয়েছে টাইগারদের। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৭ রানে দিন শেষ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংসের শুরু থেকেই আতংক ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসাররা। যে উইকেটে প্রোটিয়া ব্যাটসম্যানদের আউটই করা যাচ্ছিল না, সে উইকেটে ৪৯ রান তুলতেই বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফিরেন সাজঘরে। এই চার ব্যাটসম্যানের কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। এই চার ব্যাটসম্যান হলেন সৌম্য সরকার (৯), মমিনুল হক (৪), মুশফিকুর রহিম (৭) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৪)। 

তবে উইকেটের একটা প্রান্ত আগলে রেখেছিলেন ইমরুল কায়েস। তার উপর ভরসা করে ছিলেন টাইগার ভক্ত-সমর্থকরা। শেষ পর্যন্ত আশা জাগিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এই ওপেনারও। ২৬ রান করে কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

এরপর শুন্য রানে রাবাদার তৃতীয় শিকার হয়েছেন সাব্বির রহমান। তবে সতীর্থদের এমন ব্যর্থতার দিনে একাই লড়েছেন লিটন দাস। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান প্রোটিয়া বোলিং সামলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট হাফসেঞ্চুরি। শেষপর্যন্ত ৭৭ বলে ১৩ চারের সাহায্যে ৭০ রান করে রাবাদার শিকার হয়েছেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা, যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে সর্বোচ্চ দ্বিতীয় ইনিংস আর ঘরের মাঠে সর্বোচ্চ ইনিংস। বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ইনিংসটি ২০০৮ সালে চট্টগ্রামের মাটিতে ৫৮৩ রানের।

৫৭৩ রান তুলতে দক্ষিণ আফ্রিকা হারায় মাত্র ৪টি উইকেট। তবে সেঞ্চুরির দেখা পেয়েছেন চার প্রোটিয়া ব্যাটসম্যান। তারা হলেন ডিন এলগার (১১৩), এইডেন মার্করাম (১৪৩), হাশিম আমলা (১৩২), ফাফ দু প্লেসিস (১৩৫)। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন শুভাশীষ রায় আর একটি উইকেট পেয়েছেন রুবেল হোসেন।

চতুর্থ দিনে বিকেলে মাঠে নামবে পাকিস্তান

$
0
0

স্পোর্টস ডেস্ক :ক্রিকেট
শ্রীলঙ্কা-পাকিস্তান
দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন
সরাসরি, বিকাল ৪টা
সনি সিক্স

ফুটবল
ফিফা বিশ্বকাপ বাছাই
ইসরায়েল-স্পেন
সরাসরি, রাত ১টা
সনি টেন ২
ওয়েলস-আয়ারল্যান্ড
সরাসরি, রাত ১টা
সনি টেন ১
অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ
ঘানা-যুক্তরাষ্ট্র
সরাসরি, বিকাল ৫.৩০ মি.
ভারত-কলম্বিয়া
সরাসরি, রাত ৮.৩০ মি.
সনি টেন ২
তুরস্ক-ফ্রান্স
সরাসরি, বিকাল ৫.৩০ মি.
প্যারাগুয়ে-নিউজিল্যান্ড
সরাসরি, রাত ৮.৩০ মি.
সনি ইএসপিএন

বিশ্বকাপ কি খেলতে পারবেন মেসি?

$
0
0

স্পোর্টস ডেস্ক :বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। কারো মতে সেরা খেলোয়াড়ও। সেই মেসিকে ছাড়া যদি রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়ায়, তাহলে অর্ধেক আকর্ষণই কমে যাবে। কিন্তু সেই বাস্তবতার দিকেই এগিয়ে চলেছে আগামী বিশ্বকাপের ভাগ্য। আর মাত্র একটি ম্যাচ। এই ম্যাচের পরই সব নির্ধারণ হয়ে যাবে। মেসির দেশ বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) ভোর ৫.৩০ মিনিটে।

মেসিদের শেষভাগ্য এখন পুরোপুরি ইকুয়েডর আর কিছু ইকুয়েশনের ওপর নির্ভর করছে। শেষ ম্যাচে ইকুয়েডরকে তো হারাতেই হবে। সঙ্গে উরুগুয়ে, চিলি, কলম্বিয়া এবং পেরুর ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে মেসিদের। তবে, এটা ঠিক, জিতলেই অন্য ইকুয়েশনের হয়তো খুব বেশি প্রয়োজন হবে না। সেরা চারের মধ্যে থেকেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে পারবে আর্জেন্টিনা। 

কিন্তু প্রশ্ন হলো কাজটা কতটা সহজ কিংবা কঠিন? খেলাটা ইকুয়েডরের মাঠে। পয়েন্ট টেবিলে এই দেশটির অবস্থান আট নম্বরে। বিশ্বকাপে খেলার আর চান্স নেই। কিন্তু ইকুয়েডরের কাছেই তো হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে হয়েছিল আর্জেন্টিনাকে। নিজেদের মাটিতেই এই দেশটির কাছে ০-২ গোলে হেরে গিয়েছিল মেসিহীন আর্জেন্টিনা।

এবার সেই দেশটিরই রাজধানী কুইটোতে গিয়ে খেলতে হবে লিওনেল মেসিদের। সমুদ্রপৃষ্ঠ থেকে যে শহরটির উচ্চতা ৯ হাজার ৩৫০ ফুট। তবে এস্টাডিও অলিম্পিকো আতাহুয়ালপা স্টেডিয়ামটির উচ্চতা প্রায় দেড়শ ফুট কম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ১২৭ ফুট ওপরে। পয়েন্ট টেবিলের ৬ষ্ঠতম স্থানে থেকে চতুর্থ স্থানে উঠে আসতে হবে মেসিদের। এত উচ্চতায়, যেখানে কিছুক্ষণ দৌড়ানোর পরই দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, সেখানে কিভাবে মেসিরা ইকুয়েডরকে হারাবে, সেটাই এখন সবচেয়ে চিন্তার বিষয়!

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

$
0
0

স্পোর্টস ডেস্ক :মাঠে নেমে ধাতস্ত হয়ে তো বসতে হবে। কিন্তু না, এ কি, প্রথম মিনিটেই আর্জেন্টিনার জালে বল। এ তো রীতিমত অবিশ্বাস্য এক ব্যাপার। ৪০ সেকেন্ডের মধ্যেই গোল হজম করে বসলো আর্জেন্টিনা। কিউটোর উচ্চতা নিয়ে ভয় ছিল। কিন্তু সেটা যে প্রথম মিনিটেই বিপদ ঘটিয়ে ফেলবে কে জানতো!

যারা এতটুকু দেখে শঙ্কায় ভুগতে শুরু করে দিয়েছিলেন, তাদের জন্য একটু সমবেদনা। কারণ, নিয়তি বুঝি তখন আড়াল থেকে হাসছিল! আর্জেন্টিনা দলে যে মেসি নামক এক জাদুকর ছিলেন! সেই জাদুকরের জাদুর ছোঁয়ায় ১২ মিনিটেই বদলে গেলো দৃশ্যপট। অবশেষে সেই জাদুকর করলেন বিরল এক হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকেই শেষ পর্যন্ত ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো আর্জেন্টিনা। 

ইকুয়েডরের বিপক্ষে জয়ই শেষ কথা ছিল না আর্জেন্টিনার। তাকিয়ে থাকতে হতো ব্রাজিল-চিলি ম্যাচের দিকে। নিজেদের মাঠে ব্রাজিল চিলিকে ৩-০ গোলে পরাজিত করলো। তাতেই পয়েন্ট টেবিলে ৬ নম্বর থেকে এক লাফে আর্জেন্টিনা চলে এলো তিন নম্বরে এবং সরাসরি রাশিয়া বিশ্বকাপে ঠাঁই করে নিলো মেসির দেশ।

ব্রাজিল আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করে নিয়েছিল। বাছাই পর্বে দ্বিতীয় হয়ে সুয়ারেজের উরুগুয়ে, তৃতীয় হয়ে আর্জেন্টিনা, চতুর্থ হয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো কলম্বিয়া। পেরু সুযোগ পেলো প্লে-অফ খেলার। দু’বারের কোপা আমেরিকা জয়ী চিলিকে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে হলো।

খেলার শুরুতেই আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ বরে দেয় স্বাগতিক ইকুয়েডর। খেলা শুরুর ৪০ সেকেন্ডের মধ্যেই পিছিয়ে যায় আর্জেন্টিনা। লম্বা বাড়ানো বল ধরে সতীর্থকে হেডে পাস দিয়েছিলেন রোমারিও ইবাররা। বল ফেরত পেয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনা গোলরক্ষক রোমেরোকে পরাস্ত করেন এই মিডফিল্ডার।

খেলার ১২ মিনিটেই আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন মেসি। অ্যাঞ্জেল ডি মারিয়া বাঁ দিকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন বার্সেলোনার ফরোয়ার্ড। ডি মারিয়ার কাছ থেকে বল ফেরত পেয়ে প্রথম ছোঁয়াতেই বাঁ পায়ের টোকায় ইকুয়েডরের জালে বল পাঠান মেসি।

সমতায় ফিরে খেলারও নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। যার ফলে ২০ মিনিটে আবারও গোল। এবারও ম্যাজিসিয়ান মেসির পায়ের কারুকাজ। ইকুয়েডরকে স্তব্ধ করে দিয়ে গোলটি করে বসলেন লিওনেল মেসি।

ডিফেন্ডার আইমার আলভারেজের ভুলে বল পেয়েছিলেন মেসি। সেটা নিয়ন্ত্রণে রেখেই ডি-বক্সে ঢুকে উপরের বাঁ-কোন দিয়ে কোনাকুনি শটে প্রতিপক্ষের জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

একই সঙ্গে রেকর্ড গড়েন তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও দখলে নিলেন মেসি। তার গোলসংখ্যা এখন ২০।

২-১ লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা-ইকুয়েডর। বিরতির পর আবারও প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে আর্জেন্টিনা। যার ধারাবাহিকতায় ৬২ মিনিটে আবারও গোল। ম্যাজিসিয়ান মেসির দুর্দান্ত হ্যাটট্রিক। এমন চাপের ম্যাচে অসাধারণ হ্যাটট্রিক। শুধুমাত্র মেসির মত ফুটবলারের ক্ষেত্রেই সম্ভব।

ডি বক্সের সামনে বলটা পেয়েই ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে মাপা লবে গোলরক্ষকের মাথার উপর দিয়ে ইকুয়েডরের জালে জড়িয়ে দিলেন তিনি। পুরোপুরি মেসিময় করে তুললেন ম্যাচটা। আর্জেন্টিনাকে এনে দিলেন অসম্ভব, অবিশ্বাস্য এক জয়। এই জয়েই শেষ পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হলো আর্জেন্টিনার।

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে মাশরাফির বাংলাদেশ

$
0
0

ক্রীড়া প্রতিবেদক :দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন একটি অধ্যায় ইতিমধ্যে শেষ করে ফেলেছে বাংলাদেশ। টেস্ট সিরিজের কঠিন সেই অধ্যায়ে চরম ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। প্রথম টেস্টে ৩৩৩ রানে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে আরও লজ্জাজনক অবস্থা। ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধানে হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় এটি।

টানা তিন ইনিংসে ৯০, ১৪৭ এবং ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের করুণ দৈন্যদশা। পরাজয়ের সঙ্গে সঙ্গে দলের ভেতর তৈরি হওয়া অনেক কিছুই প্রকাশ্যে বেরিয়ে এসেছে। মুশফিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গুঞ্জন উঠেছে, টেস্ট নেতৃত্ব হারাচ্ছেন মুশফিক। 

তবে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আপাতত এই আলোচনায় বিরতি। টেস্ট স্কোয়াডের সঙ্গে গিয়ে যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অলরাউন্ডার নাসির হোসেন, পেসার সাইফউদ্দিনরা। দল এখন মুশফিকের হাত থেকে এসে পড়েছে মাশরাফির হাতে। দক্ষিণ আফ্রিকায় মাশরাফির বাংলাদেশ।

সেই মাশরাফির বাংলাদেশের প্রথম পরীক্ষা আগামীকাল। দক্ষিণ আফ্রিকান আমন্ত্রিত একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচ। মাঙ্গাউঙ ওভালে এই একদিনের প্রস্তুতি ম্যাচে অবশ্য দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, এইডেন মার্করাম এবং স্পিনার কেশব মাহারাজ।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর একদিন বিশ্রামে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ওয়ানডে স্কোয়াডের সংযুক্ত ক্রিকেটাররা ব্লুমফন্টেইনে পৌঁছানোর পর থেকেই রয়েছেন টানা অনুশীলনে। আগামীকালই তাদের সেই পরীক্ষা। প্রস্তুতিটা কেমন হলো বোঝা যাবে এই পরীক্ষায়। মুশফিক পারেননি। মাশরাফি পারবেন কী উত্তর জানা যাবে আগামীকালই।

ব্লুমফন্টেইনের মাঙ্গাউঙ ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ৫০ ওভারের এই প্রস্তুতি ম্যাচটির।

বৃহস্পতিবার ডি ভিলিয়ার্স-ডুমিনিদের মুখোমুখি মাশরাফিরা

$
0
0

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটা বাংলাদেশ হেরেছে বাজেভাবে। বাংলাদেশের সামনে এবার ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ।

আগামী রোববার কিম্বারলিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-মুশফিকরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

প্রস্তুতি ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির মতো তারকা ক্রিকেটারও খেলবেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের হয়ে। টেস্ট সিরিজে ব্যর্থ বাংলাদেশের জন্য ম্যাচটি আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার।

সাকিব আল হাসানকে ছাড়াই টেস্ট সিরিজ খেলতে হয়েছে বাংলাদেশকে। রঙিন পোশাকে খেলবেন সাকিব। চোট দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছিল তামিম ইকবালকে। বুধবার তামিম অনুশীলনে ফিরেছেন। প্রস্তুতি ম্যাচে হয়তো খেলবেন না। তবে প্রথম ওয়ানডেতেই ফিরতে পারেন।

৩১ অক্টোবর বিসিবির নির্বাচন

$
0
0

ক্রীড়া প্রতিবেদক :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল কাঙ্খিত নির্বাচনের তারিখ অবশেষে ঘোষণা করা হয়েছে। চলতি মাসেরই ৩১ তারিখ (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় তারিখ ঘোষণা করেন।

দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হন প্রধান নির্বাচন কমিশনার, যুব ও ক্রীড়া মন্ত্রনালের যুগ্ন সচিব মোহাম্মদ ওমর ফারুক এনডিসি। এ সময় তার পাশে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। 

৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিসিবির বোর্ড রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের পরই গণনা শেষ করা হবে। তবে ফল ঘোষণা হবে পরদিন বিকাল ৩টায়। মোট ২৩টি ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্যটাগরি-১ এ পরিচালক পদে ১০জন, ক্যাটাগরি-২ এ পরিচালক পদে ১২জন এবং ক্যাটাগরি-৩ এ পরিচালক পদে ১জন।

তফসিল ঘোষণার মধ্য দিয়েই নির্বাচনের মূল কার্যক্রম শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে ১৬ অক্টোবর, খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। পরদিন (১৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। একইদিন বিকাল ৫টায় ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

২০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৫ অক্টোবর হবে মনোনয়নপত্র বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের ব্যাপারে আপিল গ্রহণ এবং শুনানি। ২৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। এরপর একইদিন বেলা ১টায় ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ৩১ তারিখ অনুষ্ঠিত হবে নির্বাচন।

বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মাসেরই ১৭ তারিখ। গত ২ অক্টোবর অনুষ্ঠিত হয় বিসিবির এজিএম এবং ইজিএম। সেখানেই পাস করা হয় বিসিবির সংশোধিত গঠনতন্ত্র। এরপরই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ঘোষণা করেন শিগগিরই নির্বাচন কমিশন গঠন করা হবে।

বিসিবির সংশোধিত গঠনতন্ত্র এনএসসি থেকে অনুমোদন পাওয়ার পরই জরুরী সভা ডেকে নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। প্রথমে যুব ও ক্রীড়া সচিবকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে আইনি জটিলতার কারণে সচিবকে বাদ দিয়ে যুগ্ন সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। কমিশনের বাকি সদস্যরা হলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ একরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ শুকুর আলি, আইন উপদেষ্টা ব্যারিস্টার ফাহিমউল হক এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।


বড় জয় দিয়ে শুরু পাকিস্তানের

$
0
0

স্পোর্টস ডেস্ক :বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৩ রানের জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা।

দুবাইয়ে সিরিজের প্রথম দিবারাত্রির ওয়ানডেতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। আহমেদ শেহজাদ রানের খাতা খোলার আগেই ফিরেন সাজঘরে। দ্বিতীয় উইকেটে ফাখর জামানকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন বাবর আজম। ৪৩ রান করে ফাখর বোল্ড আউট হলে ভাঙে এই জুটি। 

এরপর তৃতীয় উইকেটে বাবরের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ফেরেন মোহাম্মদ হাফিজ (৩২)। পাকিস্তান ইনিংসে সবচেয়ে বড় জুটিটা আসে চতুর্থ উইকেটে। শোয়েব মালিক আর বাবর আজম মিলে এই জুটিতে যোগ করেন ১৩৯ রান। ৮১ রান করে আউট হন মালিক।

মালিক ৮১ রানে আউট হলেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। সুরাঙ্গা লাকমলের শিকার হয়ে ফেরার আগে ১৩১ বলে ৫ চারের সাহায্যে ১০৩ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। অবশেষে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৯২ রান। শ্রীলংকার পক্ষে পেসার সুরাঙ্গা লাকমল ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন লাহিরু গামেজ, থিসারা পেরেরা, জেফ্রে ভেন্ডারসে এবং আকিলা ধনঞ্জয়া।

২৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৬৭ রান তুলতেই সাজঘরে ফিরে যান লঙ্কানদের পাঁচ ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে ৪১ রান যোগ করে প্রতিরোধ গড়েন থিসারা পেরেরা ও লাহিরু থিরিমান্নে। ২৬তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে লেগ স্পিনার শাদাব খান আউট করেন পেরেরাকে (২১)।

এরপর দলের স্কোর একাই টেনে নেন আশেলা ধনাঞ্জয়া। ৭২ বলে ৫০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ধনঞ্জয়া। বল হাতে পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন পেসার রুম্মান রাইস ও হাসান আলী।

একাদশে নেই তামিমও

$
0
0

স্পোর্টস ডেস্ক :চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল। ধারণা করা হচ্ছিল সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে। তবে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম ওয়ানডেতে খেলছেন না তামিম ইকবাল। এদিকে অনুশীলনে পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না টাইগারদের বোলিং আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ একাদশ:
ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

দশ উইকেটের শোচনীয় পরাজয় বাংলাদেশের

$
0
0

ক্রীড়া প্রতিবেদক :৪৩তম ওভারের বল করার জন্য আসলেন অধিনায়ক মাশরাফি। ব্যাটসম্যান কুইন্টন ডি কক। স্বভাবসূলভ ভঙ্গিতে উঁচু করে শর্ট খেললেন ডি কক। লং অনে ক্যাচ উঠে গেলো। সেখানে দাঁড়িয়ে অন্যতম সেরা ফিল্ডার (!) নাসির হোসেন। তার হাতে বল ঠিকই জমা পড়লো। কিন্তু তালুবন্দী করে রাখতে পারলেন না। বল পড়ে গেলো হাত থেকে।

পুরো ম্যাচের অবস্থাই এই ছোট্ট চিত্রটা দিয়ে কল্পনা করে নিন। একের পর এক মিস ফিল্ডিং, ক্যাচ মিস। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিক ব্যাটসম্যানরা স্বচ্ছন্দে খেলবেন- এটাই স্বাভাবিক। কিন্তু বোলারদের সব চেষ্টা যখন ফিল্ডারদের কাছে গিয়ে থমকে দাঁড়ায়, তখন সেটাকে নখদন্তহীন, নির্বিষ অনেক কিছু দিয়েই আখ্যা দেয়া যায়। এবং দিন শেষে ফল, ২৭৯ রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশ ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত। 

টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বড় ব্যবধানেই হারতে হয়েছে মাশরাফি বাহিনীকে। দুই প্রোটিয়া ওপেনারের রেকর্ড পার্টনারশিপে ১০ উইকেটের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।

নানাভাবে চেষ্টা করলেও বাংলাদেশের বোলাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে একটুও আঁছড় ফেলতে পারেননি। একটি উইকেটও ঝুলিতে পুরে নিতে পারেননি। উল্টো বাংলাদেশের বিপক্ষে উদ্বধোনী জুটিতে ২৮২ রান করে, আগের ১৫৮ রানের রেকর্ড ভাঙ্গেন আমলা- ডি কক। দু’জনেই পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। হাশিম আমলা করেছেন ১১০, আর ডি কক করেন ১৬৮ রান।

দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডি কক এবং হাশিম আমলার সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে বাংলাদেশের বোলারদের। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাতজন বোলার এনেছিলেন বোলিংয়ে, তবুও কোন উইকেটের দেখা পাননি। উল্টো টাইগার বোলারদের দুন্ধুমার মার মেরেছেন আমলা-ডি কক।

১১২ বল মোকাবেলা করেন হাশিম আমলা। ৮টি বাউন্ডারি মেরে রান করেছেন ১১০। ডি কক মোকাবেলা করেন ১৪৫ বল। ২১টি বাউন্ডারি মেরেছেন তিনি। সঙ্গে ছক্কা মেরেছেন ২টি। চার পেসারের (মাশরাফি, রুবেল, তাসকিন এবং সাইফউদ্দিন) সঙ্গে তিন স্পিনার (সাকিব, মাহমুদউল্লাহ এবং নাসির) ব্যবহার করেও কোনো উইকেটের দেখা পেল না বাংলাদেশ।

এর আগে কিম্বার্লির ডায়মন্ড ওভালে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছিল বাংলাদেশ। এই মাঠে আগে দুই ম্যাচ খেলে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ১৯৮। এবার সব ছাড়িয়ে প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান করে বাংলাদেশ।

টেস্ট সিরিজে একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন মুশফিকুর রহীম। ভুল সিদ্ধান্ত, ম্যানেজমেন্ট এবং দল নিয়ে বেফাঁস মন্তব্যের জের ধরে নেতৃত্ব হারানোর পর্যায়ে পর্যন্ত চলে এসেছিলেন তিনি। তবে মাঠের বাইরের আলোচনা-সমালোচনা বাইরে কিভাবে রাখতে হয় সেটা খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম সেঞ্চুরি করলেন মুশফিক। খেললেন হার না মানা ১১০ রানের অসাধারণ এক ইনিংস। ১১৬ বলে খেলা ইনিংসটি তিনি সাজালেন ১১টি বাউন্ডারি এবং ২টি ছক্কায়।

এছাড়া ইমরুল কায়েসের ৩১, সাকিবের ২৯, লিটনের ২১, মাহমুদউল্লাহর ২৬ রানের ইনিংসগুলো বাংলাদেশকে মোটামুটি একটা সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করে।

মুস্তাফিজের দ.আফ্রিকা সফর শেষ!

$
0
0

ক্রীড়া ডেস্ক: টেস্টের পর ওয়ানডে সিরিজের শুরুতেই বড় ধাক্কা হজম করতে হয় বাংলাদেশকে। রোববার প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে দশ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ব্যাটিংয়ে বুক চিঁতিয়ে লড়াই করলেও বোলিংয়ে বাংলাদেশ ছিল বিবর্ণ, ছন্দহীন। মূল বোলার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই বাংলাদেশকে মাঠে নামতে হয়েছিল। পরশু অনুশীলনের আগে গা-গরমের সময় পা মচকে যায় মুস্তাফিজের। টিম ম্যানেজম্যান্ট থেকে জানানো হয় প্রথম ওয়ানডে খেলতে পারবে না মুস্তাফিজুর রহমান। সিরিজের বাকি দুটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন কিনা তা জানানো হয়নি।

প্রধান নির্বাচক এবং এ সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, অ্যাঙ্কেলের স্ক্যান করানোর পর মুস্তাফিজের পরবর্তী আপডেট জানা যাবে।’ তবে প্রথম ওয়ানডের পর অবশ্য মাশরাফি সরাসরি বলে দিয়েছেন, ‘মুস্তাফিজ যখন  ব্যথা পেল তখন থেকেই জানি যে, ওর আর খেলা হবে না। আমার অন্তত তাই মনে হয়। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতেও খেলতে পারবে না। পরে হয়তো আপনাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

আজ কেপটাউনে মুস্তাফিজের অ্যাঙ্কেলের স্ক্যান করানো হবে। সিরিজ অসমাপ্ত রেখে মুস্তাফিজের দেশে ফিরতে হচ্ছে- সেই গুঞ্জনও শোনা যাচ্ছে। টিম ম্যানেজম্যান্ট দেশ থেকে কাউকে উড়িয়ে নিয়ে যাবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। পারফরম্যান্সের বিবেচনায় অন্য সবার মতো দক্ষিণ আফ্রিকা সফর ভালো যায়নি মুস্তাফিজের। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট পেয়েছেন। পরের টেস্টে এক উইকেটও পাননি বাঁহাতি এ পেসার। দুই প্রস্তুতি ম্যাচে পেয়েছেন একটি করে উইকেট।

র‍্যাংকিংয়ের শীর্ষে জার্মানি, দুইয়ে ব্রাজিল

$
0
0

ক্রীড়া প্রতিবেদক :ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেইমারের ব্রাজিল। আর বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ প্রথমবারের মত শীর্ষ দশে জায়গা করে নিয়েছে পেরু।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে প্রভাব পড়েছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোর। ইউরোপ অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। ফিফা র‌্যাংকিংয়েও এক নম্বর স্থানটা আছে বর্তমান চ্যাম্পিয়নদের দখলেই। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দাপট ছিলো ব্রাজিলের। র‌্যাংকিংয়ের দুই নম্বর স্থানটা সেলেসাওদের দখলেই আছে। রোনালদোর পর্তুগাল আছে তিন নম্বর স্থানে।

এবার রাশিয়া বিশ্বকাপে খেলা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিলো আর্জেন্টিনার। তবে শেষ পর্যন্ত শেষ ম্যাচে এসে কপাল খুলেছে মেসিদের। আলবিসেলেস্তেদের অবস্থান র‌্যাংকিংয়ের চারে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স। তিন ধাপ এগিয়ে আট নম্বরে আছে স্পেন।

বিশ্বকাপের টিকিট না কাটতে পারলেও দুই ধাপ উন্নতি হয়ে চিলি আছে নবম স্থানে। এছাড়া নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত দশ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পেরু।

Viewing all 924 articles
Browse latest View live




Latest Images